ধর্ম অবমাননার কথিত অভিযোগে পাকিস্তানের একটি জেলা আদালত এক খ্রিস্টান দম্পতিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এই চরমদণ্ডের পাশাপাশি তাদের দুইজনকেই পৃথকভাবে ১ লাখ রূপি করে জরিমানাও করেছে আদালত। গতকাল শুক্রবার এই রায় দেয়া হয়। খবর দ্য ডন।
২০১৩ সালের জুলাই মাসে গোজরার সেইন্ট ক্যাথিড্রাল স্কুলের নৈশপ্রহরী শাফকাত মাশেহ ও তার স্ত্রী সাগুফতা মাশেহকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ধর্মাবমাননামূলক মোবাইল ফোনে এসএমএস পাঠানোর অভিযোগ করেন স্থানীয় দোকানদার মালিক মোহাম্মাদ হুসেইন এবং গোজরার তহশিল বারের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার মানসুর গোরায়া। অভিযুক্তদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা জজ আমির হাবিব দণ্ড ঘোষণা করেন। ওই দম্পতি বার্তাগুলো পাঠানোর অভিযোগ স্বীকার করেছেন বলে জানা গেছে।