নারীটির পরণে ছিল একটি, দু'টি নয়, ছয়টি অন্তর্বাস। আর প্রতিটির ভেতরেই লুকিয়ে রাখা ছিল সোনার বার। মুম্বাই এয়ারপোর্ট থেকে পুলিশ ওই নারীর প্রতিটি অন্তবার্সের ভেতর লুকিয়ে রাখা প্রায় ২.১৪ কিলো সোনা উদ্ধার করেছে যার মূল্য ৫৪ লাখ টাকা। শুক্রবার মুম্বাই এয়ারপোর্ট থেকে জামা ডাবির নামের নারীটিকে আটক করা হয়। তিনি কেনিয়ার নাগরিক।
শুক্রবার নাইরোবি থেকে জামা ডাবির মুম্বাই আসেন। এয়ারপোর্টে নামার পর শুল্ক বিভাগের নারী কর্মকর্তারা লক্ষ্য করেন, জামা ডাবির ভালোভাবে হাঁটতে পারছেন না। এতে তাদের সন্দেহ হয়। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্লাস্টিকের ব্যাগে করে সোনাগুলো তিনি শরীরে লুকিয়ে ছিলেন। নিচ থেকে যাতে পড়ে না যায়, তাই ৬টি অন্তর্বাস পরেছিলেন তিনি।
তবে জামা ডাবিরকে গ্রেফতার করার পর এক লাখ টাকার বন্ডে জামিন দেয়া হয়। তার পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে মামলা অব্যাহত থাকবে।