ভারতের মুর্শিদাবাদে প্রেমিকাকে ধর্ষণ করে পালিয়েছে প্রেমিকের বন্ধুরা। ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানা এলাকার একটি গ্রামে। শুক্রবার সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে গান শুনতে আসে ওই কিশোরী। প্রেমিকাকে বসিয়ে প্রেমিক প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তার সাত-আট বন্ধু মেয়েটিকে পাশের একটি মাঠে নিয়ে ধর্ষণ করে।
বিষয়টি কর্তব্যরত পুলিশ কর্মীদের নজরে আসলে তারা যুবকদের ধাওয়া করে দু'জনকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে শনিবার আরও তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত যুবকেরা সকলেই কিশোরীর প্রেমিকের বন্ধু বলে জানা গেছে। এ ব্যাপারে বেলডাঙা থানায় আট জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার। ঘটনার পর থেকে কিশোরীর প্রেমিকসহ তিন অভিযুক্ত পলাতক রয়েছে।