রক্তদান শিবিরের আয়োজন করে গিনেস বুকে নাম তুলল এইচডিএফসি ব্যাংক। এই ব্যাংক আয়োজিত ২০১৩ সালের ৬ ডিসেম্বর ১ হাজার ১১৫টি রক্তদান শিবিরে মোট ৬১ হাজার ৯০২ জন অংশ নিয়েছিলেন। এটাই একদিনে রক্তদানের ক্ষেত্রে রেকর্ড হওয়ায় গিনেস বুকে নাম উঠেছে এইচডিএফসি ব্যাংকের।
এর আগে ২০১০ সালে শিবসেনা রক্তদান শিবির করে গিনেস বুকে নাম তুলেছিল।
২০০৭ সাল থেকেই এইডিএফসি ব্যাংক এভাবে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। প্রথম বছর ৪ হাজার ইউনিট রক্ত সংগৃহীত হয়েছিল। এভাবেই রক্তদানের প্রয়োজনিয়তা সম্পর্কে সচেতনা তৈরি করছে ব্যাংকটি। তাছাড়া ব্লার্ড ব্যাংক গঠনের নজর সংস্থাটি।