১৫ বছরের এক কিশোরী ৯ বছর ধরে একটি গ্যারেজে বন্দী মধ্যে থাকার পর উদ্ধার হলো। বন্দী থাকা অবস্থায় একটি রুটি ও সামান্য পানি ছিল তার প্রতিদিনের খাবার। কিশোরীকে থাকতে হতো কুকুর ও বানরের সঙ্গে। এভাবেই কাটে ৯ বছর। শেষ পর্যন্ত পুলিশের চেষ্টায় আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স থেকে উদ্ধার করা হয়েছে তাকে।
কিশোরীটিকে বন্দী করে রেখেছিল তার পালক বাবা-মা। তাদের নির্দয় আচরণে দিনদিন কিশোরিটির শারীরিক অবস্থা খুবই করুণ হয়ে যায়।
অবিশ্বাস্য হলেও সত্য, কিশোরীটিকে উদ্ধার করার সময় তার ওজন ছিল মাত্র ২০ কিলোগ্রাম!
কিশোরী জানায়, তাকে প্রায়ই বেল্ট দিয়ে প্রহার করা হতো। এমনকি পশুদের দেওয়া খাবার থেকে খেতে বাধ্য করা হতো তাকে।
৯ বছরের বন্দীজীবনে মাত্র দুইবার বাইরে বের হতে দেওয়া হয়েছিল তাকে।
অনেক বছর ধরে খবর না পেয়ে কিশোরিটির আসল পরিবার খোঁজ চালায়। এক পর্যায়ে তার এক আপন বোনের মাধ্যমে পুলিশ তাকে উদ্ধার করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে তার পালক বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে।