চলতি সপ্তাহে এক প্রভাষক নিজের পছন্দের একজন এবং বাবা-মায়ের পছন্দের আরেকজন মেয়েকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বর্তমানে দুই স্ত্রী প্রভাষক ধ্রুব রায়ের (৩০) বাড়িতে অবস্থান করছেন। নতুন দুই বউকে দেখতে আশপাশ গ্রামের লোকজন বরের বাড়িতে ভিড় জমাচ্ছন
ঘটনাটি ঘটেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের শিঙ্গিমারী বাবুপাড়া (কামিনী পাড়া) গ্রামে। ধ্রুব রায় শিঙ্গিমারী বাবুপাড়া (কামিনী পাড়া) গ্রামের রাম কৃষ্ণ রায়ের পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল বৃহস্পতিবার সৈয়দপুর গোলাহাট স্কুল এন্ড কলেজের প্রভাষক কৃষ্ণ রানী (২৬)-কে একই কলেজের রসায়ন বিদ্যার প্রভাষক ধ্রুব রায় (৩০) পরিবারের কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করেন। পরে গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে বাবা-মায়ের আগে থেকেই পছন্দ করে রাখা মেয়ে ছায়া রানীর (২৫) সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়।
প্রথম স্ত্রী প্রভাষক কৃষ্ণ রানী বিয়ের খবর শুনে ওই রাতেই নীলফামারী জেলার ডিমলার থেকে স্বামীর বাড়িতে আসার আগেই ছায়া রানীর (২৫) সঙ্গে ধ্রুব রায়ের দ্বিতীয় বিয়ে হয়ে যায়।