খাবার পর নিয়মিত দাঁত ব্রাশ করে এক শিম্পাঞ্জি। শুনে নিশ্চই হাসি পাচ্ছে? হাসি পাবারই কথা। তবে বিষয়টি হাস্যকর হলেও সত্যি। সভ্য সমাজের অধিবাসী হতে চলেছে এই শিম্পাজি। ব্রেইনি সিসিউয়ি নামের এই শিম্পাঞ্জির বয়স এখন ৩৪ বছর। শুধু দাঁত মাজতেই পারদর্শি নয় সিসিউয়ি, অন্যান্য কাজেও সে মানুষের অনুকরণ করতে পারে।
কিন্তু তাই বলে এটা ভাববেন না যে, বিশ্বের সব শিম্পাঞ্জিই দাঁত ব্রাশ করতে পারে। তবে শিখিয়ে দিলে পারবে-এমনটি প্রমাণিত হলো।
আমেরিকার লসএ্যাঞ্জেলেসের ক্যাম্প লিকির বোর্নিও রেইন ফরেষ্টে থাকে সিসিউয়ি। ফল-মূলসহ মানুষের অন্য খাবারও খায়। নুডলস তার প্রিয় খাবার। তার পরিচর্য়াকারীর সঙ্গে সে নুডলস ভাগাভাগি করে খায়। সত্যিই শিম্পাঞ্জির এই বুদ্ধিমত্তা বিস্ময় সৃষ্টিকারী ঘটনা।