চীনে নাগরিকরা ব্যবহার করতে পারবেন বিশ্বের দ্রুতগতির লিফট। এটির গতি হবে ঘণ্টায় ৭২ কিলোমিটার। অর্থাৎ, মাত্র ৪৩ সেকেন্ডে এটি ৯৫টি ফ্লোর ভ্রমণ করতে পারবে। ইতোমধ্যেই এই লিফট প্রস্তুতের কাজ শুরু হয়ে গেছে। ২০১৬ সাল নাগাদ গুয়াংঝাউ শহরের বাণিজ্যিক কেন্দ্র সিটিএফে এটি স্থাপন করা হবে।
এই লিফট প্রস্তুত করার দায়িত্বে নিয়োজিত আছে জাপানের হিটাচি কোম্পানি। সিটিএফ ভবনে লিফটটি প্রতিষ্ঠিত করার জন্য দুটি দ্রুতগামী যন্ত্র বসাবে হিটাচি। পাশাপাশি ভবনটিতে আরও দুটি কমগতির লিফটও স্থাপন করা হবে।
বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চীন মনে করছে এই দ্রুতগতির লিফট স্থাপনের মাধ্যমে বিশ্বের বাণিজ্য প্রতিযোগিতায় তারা অনেকখানি এগিয়ে যাবে। বর্তমানে বিশ্বের দ্রুতগতির লিফটটির অবস্থান তাইওয়ানে। রাজধানী তাইপের ১০১ তলা ভবনে স্থাপিত এই লিফটির গতি হলো প্রতি ঘণ্টায় ৬০ দশমিক ৬ কিলোমিটার।