হামাগুড়ি দিতে দিতে দোতলার জানালা থেকে পড়ে গেল এক শিশু। তবে রক্ষা- বিষয়টি আগেই দেখে ফেলেছিল দুই পথচারী। তারাও ক্যাচ মিস করল না। আপন বাহুতে জড়িয়ে ধরে রক্ষা করল শিশুটিকে। আর মোবাইলেও সঙ্গে সঙ্গে পুরো বিষয়টি ধারণ করে ফেলল আরেক পথচারী। ঘটনাটি চীনের।
ভিডিওটি ইন্টারনেটে আপলোডের সঙ্গে সঙ্গে তা চীনের গণমাধ্যম আর সমাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তোলপাড় সৃষ্টি করে।
দক্ষিণ চীনের গুয়াংডং রাজ্যে বজ্রঝড় শুরুর ঠিক আগ মুহূর্তে একটি আবাসিক এলাকার রাস্তা দিয়ে পথচারীরা নিজ নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় একটি ভবনের দ্বিতীয় তলায় এক শিশুকে হামাগুড়ি দিয়ে জানালার কাছে আসতে দেখে থেমে যান এক পথচারী।
ভিডিওচিত্রে দেখা যায়, শিশুটি মাটিতে আছড়ে পড়ার আশঙ্কায় প্রথমে এক আগন্তুক থমকে দাঁড়ান। সঙ্গে সঙ্গে আরেকজন পথচারীও সেখানে এসে তার সঙ্গে যোগ দেন। দুইজনই শিশুটিকে আগলে ধরার জন্য হাত মেলে ধরেন। পরে শিশুটি ঠিকই ওপর থেকে পড়ে যায়। আর তখনই একজনের বাহুডোরে আবদ্ধ হয় সে।
পরে ওই ঘটনা সম্পর্কে চীনের গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, এক বছর বয়সী ওই শিশু বাসায় তার মাকে খুঁজতে খুঁজতে জানালার কাছে চলে যায়।
শিশুটিকে আগলে ধরা লি নামের ওই পথচারী বলেন, 'ওই সময় খুব বেশি চিন্তা করার সময় আমার ছিল না। বাচ্চাটি হাত ফসকে পড়ে যায় কিনা সেটাই ছিল ভয়।'
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৫/আহমেদ