দুই মেয়ের চিকিৎসার খরচ জোগাতে নিজের একমাত্র ছেলেকে বিক্রি করতে রাস্তায় বসে পড়ল মা। এমন ঘটনা ঘটেছে চীনে। ফুটপাতে বসে ছেলেকে নিলামে তুলে মায়ের কাতর আবেদন- 'আরও দর ওঠান, আমার অনেক টাকা চাই।' ২৯ বছরের সেই অসহায় মায়ের নাম মেং ঝিয়াংইয়াং।
মেংয়ের দুই যমজ কন্যা তীব্র লিউকোমিয়ায় আক্রান্ত। কাঁদতে কাঁদতে মা বললেন, ''ছেলেকে বিক্রি করা ছাড়া আমার কোনও উপায় নেই। কারণ বিক্রি করলেও ও বেঁচে থাকবে, কিন্তু চিকিত্সা না পেলে মেয়েরা বাঁচবে না।'
'গত বছর অাগস্টে মেংয়ের দুই মেয়ের লিউকোমিয়া ধরা পড়ে। এরপর আত্মীয়, বন্ধুর কাছে সব সাহায্য পাওয়ার পর নিজের বাড়িও বিক্রি করে দেন দম্পতি। কিন্তু তাতেও চিকিত্সার খরচ মেটানো সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়েই ছেলেকে বিক্রির সিদ্ধান্ত নেন মেং।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি ২০১৫/রাসেল/ আহমেদ