অপারেশন করার সময় সাধারণত রোগীকে অজ্ঞান করে নেয়া হয়। কিন্তু ব্রেন অপারেশন চলার সময় হঠাৎ জেগে উঠে এক রোগী জিজ্ঞেস করেছে-অপারেশন কেমন চলছে? অবাক হচ্ছেন নিশ্চয়! বাস্তবে এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ক্যাটোউইচের সেন্ট্রাল ক্লিনিক হাসপাতালে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইগা জেসিকা নামের ১৯ বছর বয়সী ওই তরুণীকে অপারেশন থিয়েটারে নেয়ার পর অপারেশন শুরু হয়। কিন্তু অপারেশন চলাকালীন হঠাৎ জেগে ওঠে ওই তরুণী এবং ডাক্তারদের জিজ্ঞেস করে অপারেশন কেমন চলছে।
হাসপাতালের নিউরো সার্জারীয়ান প্রফেসর ডাউইড লেরিসজ বলেন, জেগে উঠলেও সে কোনো কিছু বুঝতে পারেনি এবং ব্যাথা অনুভব করেনি। আর এতে তার কোনো সমস্যা হয়নি বলেও জানান ওই সার্জন।
তিনি আরও বলেন, ওই তরুণীর পক্ষে কোনো কিছু দেখা বা অনুভব করার সামর্থ্য ছিল না।
বিশেষজ্ঞরা বলছেন, অনুভূতিনাশক দেয়ার পরেও কেন তিনি অপারেশনের মাঝে জেগে উঠলেন তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব