গত ৫ জানুয়ারি ইউটিউবে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যাতে দেখা যায় ক্যালিফোর্নিয়ার আকাশে উড়ে যাচ্ছে লেজওয়ালা জ্বলন্ত একটি বস্তু। ভিডিও ধারণকারী বস্তুটিকে ভীনগ্রহের প্রাণীবাহী শসার বা UFO বলে ধরে নিয়েছেন। জলন্ত বস্তুটি থেকে আবার একটি অংশ আলাদা হয়ে বের হয়ে যেতেও দেখা যায়।
কেন রবার্টস নামের এই ব্যক্তি রাত্রে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময়ে ওই আলোকিত বস্তুটি দেখতে পান। তিনি গাড়ি থামিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ভিডিও করতে শুরু করেন। কিছুক্ষণ পরেই জ্বলন্ত বস্তুটি থেকে একটি অংশ আলাদা হয়ে উল্টো দিকে চলে যেতে দেখা যায়। এর পর আর ভিডিওতে কিছু দেখা যায়নি। তিনি বলেন, এটি আকাশে অদৃশ্য হয়ে যায় এবং এ সময়ে তিনি কোন বিস্ফোরণের শব্দও শোনেননি।
ভিডিওটি প্রকাশ হবার পর এর বেশ কয়েকটি ব্যাখ্যা পাওয়া যায়। কেউ বলছেন এটি একটি উল্কা এবং বছরের এ সময়ে হওয়া কোয়াড্রান্টিড মিটিওর শাওয়ারের অংশ হতে পারে এটি। কেউ ভাবছেন এটি একটি ভূপতিত কৃত্রিম উপগ্রহ। কেউ বা বলছেন সরকারের কোন গোপন প্রজেক্ট। কিন্তু, ভিডিওতে দেখা জ্বলন্ত বস্তুটির আচরণের সাথে এর কোনটিরই মিল পাওয়া যায় না। উল্কা এর চাইতে অনেক দ্রুত চলে। বস্তুটি দেখতে অবশ্য অনেকটা ধুমকেতুর মতো। এটা যদি স্যাটেলাইটও হয়ে থাকে তাহলেও এর একটি অংশ এভাবে আলাদা হয়ে যাবার কথা না।
কেউ কেউ মনে করছেন এটি একটি বানোয়াট ভিডিও। ভিডিওতে জিজ্ঞেস করা হয়েছে অন্য কেউ আকাশে এটা দেখেছে কিনা। এখন পর্যন্ত আর কেউ এটা দেখেছে বলে স্বীকার করেনি। এর পাশাপাশি রবার্টস ঠিক কোন এলাকা থেকে এবং ঠিক কখন এই ছবি তুলেছেন তার কোন বর্ণনা দেননি। যেদিন এই ভিডিওটি আপলোড করা হয়, সেদিনই প্রথম খোলা হয় ওই ইউটিউব অ্যাকাউন্ট। এটায় কমেন্ট করারও উপায় নেই। এ কারণে এটা জাল তথ্য বলে মনে করছেন অনেকে।
ভিডিও দেখতে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=DE1xcYXTZJI#t=92
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৫/আহমেদ