স্ত্রীকে প্রত্যেক স্বামীই কম-বেশি ভালবেসে থাকেন। আর স্ত্রী যদি গর্ভে সন্তান ধারণ করেন তখন এ ভালবাসা কয়েক গুণ বেড়ে। তখন যদি কেউ তার স্ত্রীকে খুন করে তাহলে ওই স্বামীর অবস্থা কি হওয়ার কথা একবার ভাবুন।
মাস দুয়েক আগে এই কুমির ইন্দোনেশিয়ার মুবালাক বাম্বুজির স্ত্রী দেমেন্তিলিয়া ন্যাবওয়াইরকে আক্রমণ করে হত্যা করে এবং পরবর্তীতে তাকে খেয়ে ফেলে। তখন তার স্ত্রী ছিলেন দু'মাসের গর্ভবতী। এরপর থেকেই তিনি হন্যে হয়ে খুঁজতে থাকেন ক্যোয়গাইন লেকের এই হন্তারক বাসিন্দাকে। সম্প্রতি চব্বিশ ফিটের এই কুমিরকে বল্লম দিয়ে চিঁরে স্ত্রী-হত্যার প্রতিশোধ নিলেন এ ইন্দো-বিপত্নীক!
লেকটির ঊর্ধ্বতন অধিকারিক জানান, তিনি ঘটনাস্থলে তার লোকদের পাঠালে তারা সেখানে কুমিরটির পেটে মানুষের হাড্ডি আর কাপড়চোপড়ের অস্তিত্ব পায়। আর তখনি তারা নিশ্চিত হন এই কুমিরই সেই ঘাতক কুমির যাকে বাম্বুজি খুঁজে ফিরছিল।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব