সেই ১৯৩০-এর সময়কার কথা। রাশিয়ার হেভি বম্বার উড়ন্ত যানটিকে সবাই 'উড়ন্ত দুর্গ' নামে ডাকতে যুক্তিপূর্ণ মনে করেন। যে সময় বানানো হয়েছে তখন জেট প্রপালসন সিস্টেমের ব্যবহার শুরু হয়নি। তারা এমন একটি বিশাল কাঠামো বানাতে চেয়েছিল যা উড়বে। পরিকল্পনায় ছিল, এটাকে আকাশে নিতে যতগুলো প্রপেলার দেওয়া প্রয়োজন দেওয়ার ব্যবস্থা করতে হবে।
টপ সিক্রেট প্রজেক্ট ছিল 'হেভি বম্বার কে-৭' বানানোর প্রক্রিয়া। এতটাই গোপনীয়তা বজায় রাখা হয় যে বহুকাল পর্যন্ত এই দানবের ছবি বা তথ্য বেরিয়ে আসেনি। এটা রাশিয়ার সেই সময়কার বিমান বাহিনীর আভিজাত্য, গর্ব, দৌর্দণ্ড প্রতাপ আর অকল্পনীয় ক্ষমতা প্রকাশ করে।
রাশিয়ার বর্তমান বিমান বাহিনী এবং এর প্রকৌশলীদের কাছে তার পূর্বসূরীরা যে নিশানা রেখে গেছেন, তা নিয়ে দারুণ গর্বিত তারা।
বিডি-প্রতিদিন/১০ অাগস্ট ২০১৫/শরীফ