নির্দিষ্ট কোনো গন্তব্য ছাড়াই আবাসিক এলাকায় ঘুরে বেড়ায় তারা। সময়টাও দিনের বেলা। বিশেষত স্কুল চলাকালীন, ভরদুপুরে। এ সময় বাসায় তালা দেখলে সেটা ভেঙ্গে ঢুকে পড়ে। মাত্র দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে টাকা মোবাইল, স্বর্ণালংকারসহ যা পায় তা নিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার দুপুরে নগরীর হেমসেন লেন এলাকা থেকে হকারবেশী এই চোর চক্রের দুই সদস্য গোপাল ও মনিরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা।
পরে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, মনির ও গোপালসহ তাদের গ্রুপের কয়েকজনকে আগেও গ্রেফতার করা হয়েছিল। তারা কুমিল্লা, ঢাকা, মুন্সীগঞ্জের দিকেও চুরি করে। এক জায়গায় বেশি দিন থাকে না।
তিনি আরও বলেন, চুরির জন্য সাধারণত স্কুল সময়ই পছন্দ তাদের। এসময় বাসায় লোকজন কম বা না থাকায় চুরি করতে সুবিধা হয়। এ সুযোগে তারা তালা কেটে বাসায় ঢুকে চুরি করে। বৃহস্পতিবার আটককৃতরা একইভাবে বাসায় চুরি করতে গেলে জনতার কাছে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়।
বিডি-প্রতিদিন/১৩ আগস্ট, ২০১৫/মাহবুব