যুক্তরাষ্ট্রের আকাশে এবার পাখির ঝাকে দেখা গেল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মুখ। অবাক হচ্ছেন? হ্যাঁ, হাজার হাজার পাখি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আকাশে এক সঙ্গে যখন উড়াল দিলো তখন তার মধ্যে দেখা গেল পুতিনের মুখ। ঘটনাটি ধরা পড়ে শেরল গিলবার্ট নামের এক নারীর ক্যামেরায়। তিনি পরিবারের সঙ্গে নিউইয়র্ক ভ্রমণে বের হলে এ ঘটনা তার চোখে পড়ে। অনেকে মজা করে এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের ওপর রাশিয়ার হস্তক্ষেপ বলেছেন। খবর দ্য মিরর অনলাইনের।
দেখুন সেই ভিডিওটি:https://www.youtube.com/watch?v=hB4ejpxRc44
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৫/ এস আহমেদ