আবহাওয়ার তথ্য সংগ্রহ করার সময় থেকে আজ পর্যন্ত সংগৃহীত তথ্যে ২০১৫ সাল সবচেয়ে উষ্ণতম বছর এবং চলতি বছরের জুলাই মাস হল সবথেকে উষ্ণ মাস। এমনটায় দাবি করছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিসট্রেশন নোয়া।
নোয়ার দাবি, ১৮৮০ সাল থেকে গৃহীত সব তথ্য অনুযায়ী এবছরই হল সবথেকে উষ্ণ বছর। জুলাইয়ে মাটি থেকে সমুদ্র, গড় তাপমাত্রা ছিল ১৬.`৬১ ডিগ্রী সেলসিয়াস। এর আগে কখনও এত উত্তাপ দেখা যায়নি।
এ প্রসঙ্গে সংস্থার একজন বিজ্ঞানী জ্যাক ক্রাউচ বলেন, "এই পৃথিবী প্রতিনিয়ত উষ্ণ হচ্ছে। গরম ততই বাড়ছে। আমরা প্রতিটি তথ্যে এই তাপমাত্রাকে নথিভুক্ত করছি। ২০১৫ হল সব থেকে উষ্ণ বছর।
বিডি-প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৫/মাহবুব