আকাশে কখনো কখনো তথাকথিত ভিনগ্রহের প্রাণী দর্শন[ইউএফও], ভাসমান মেঘের দেখা, পাখি ও মানুষের তৈরি আকাশযানকেই সচরাচর দেখা যায়। আবার কখনো কখনো মহাজাগতিক বিভিন্ন বস্তু যেমন গ্রহাণু, উল্কা এ ধরনের বস্তুকেও হঠাৎ হঠাৎ উড়তে দেখা যায। তবে এবার চীনের আকাশে যা ঘটেছে তা সবাইকে বিস্মিত করেছে। দেশটির চিয়াংসি ও ফোসান শহরের মানুষ নাকি সংশ্লিষ্ট এলাকার আকাশে একটি শহর ভাসতে দেখেছে! শহরটিতে বেশ কিছু ভবনও ছিল! এ ঘটনায় তারা নিজেদের চোখকেই বিশ্বাস করাতে পারছিল না। এমনটা হওয়াই স্বাভাবিক।
মূলত পৃথিবীর সমান্তরাল আরেকটি মহাবিশ্ব দেখেছে বলে দাবি করেছেন চিয়াংসি এবং ফোসানের নাগরিকরা। তবে বিশেষজ্ঞরা এ ঘটনাকে সেখানকার বাসিন্দাদের স্রেফ ইন্দ্রিয়গ্রাহ্য ব্যাপার বলে উড়িয়ে দিয়েছেন। বিশেষজ্ঞদের মত, এটি 'ফাতা মর্গানা' নামে এক ধরনের দৃষ্টিভ্রম।
এতদিন ধরে আমরা শুনে আসছি যে বিভিন্ন বিভিন্ন প্রান্তের আকাশে নাকি কখনো কখনো ভিনগ্রহের প্রাণী বা বস্তুর দেখা মিলেছে। চীনের ওই ঘটনার প্রেক্ষিতে হয়তো কারো কারো মনে প্রশ্ন উঠতে পারে, ভিনগ্রহও কি তাহলে আমাদের পৃথিবীর মতো সম্পূর্ণ সজ্জিতভাবে রয়েছে?
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৫/শরীফ