চলছে স্মার্ট যুগ। এই যুগে মোবাইল ফোন থেকে শুরু করে সবকিছুই কেমন স্মার্ট হয়ে উঠেছে। তাই বাদ যাবে কেন কফিন! মরণের পর সাধারণত গুণগান করার জন্য কেউ না থাকলেও এখন পাশে থাকবে 'স্মার্ট কফিন'!। এই কফিন স্তব করবে, পছন্দের গান বা কবিতা শোনাবে, প্রিয়জনদের শোকবার্তাগুলো একের পর এক ডিজিটাল পর্দায় তুলে ধরবে।
ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসের 'পারফেক্ট চয়েস ফিউনারেলস' শোনাচ্ছে অত্যাধুনিক এ কফিনের গল্প। শেষকৃত্যানুষ্ঠানসংক্রান্ত এই প্রতিষ্ঠানটি জানায়, প্রযুক্তির সমাবেশে অত্যাধুনিক এ কফিন যার জন্য বানানো হবে, তার ব্যক্তিত্বের বিষয়টিও মাথায় রাখা হবে। তার ব্যক্তিত্বের সঙ্গে সংগতিপূর্ণ রঙের আলো জ্বালানোর ব্যবস্থা থাকবে কফিনের পাশের দিকটায়। পরিবার-পরিজনদের শোকবার্তাগুলো এক এক করে তুলে ধরার জন্য থাকবে ডিজিটাল পর্দা। সেখানে ফুটে উঠবে ছবিও। লাউডস্পিকারে বাজবে মৃত ব্যক্তির প্রিয় কোনো গান, কবিতা কিংবা স্তব।
তবে 'স্মার্ট কফিন' একটি আইডিয়া মাত্র। কবে সেই কফিন বাস্তবে আসবে, কত খরচ পড়বে, সেই কফিনসমেত শেষকৃত্য করতে গেলেই বা খরচের অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে, সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি ওই প্রতিষ্ঠান। এখন শুধু অপেক্ষার পালা। সূত্র : ডেইলি মেইল।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর ২০১৫/শরীফ