রাতের ঘুম হারাম করে আরামের বিছানা ছাড়তে পারলে সস্তায় বিমান সফর করা যাবে। পশ্চিমা দেশগুলোতে এ ব্যবস্থা আগে থেকেই চালু আছে। সম্প্রতি স্পাইসজেট সংস্থার হাত ধরে ভারতেও এটা চালু হতে যাচ্ছে। আর সস্তায় বিমান সফরের এ ব্যবস্থাকে বলা হচ্ছে 'রেড আই'। বলা যেতে পারে, পকেট বাঁচানোর ব্যবস্থা। এই লাল চোখের মানে রাগ বা রোষ নয়। এই 'রেড আই' মানে না-ঘুমিয়ে চোখ লাল করে ফেলা। মাঝরাতে ঘুমের সঙ্গে আপস করে যদি উঠে পড়েন বিমানে, তা হলে পাওয়া যেতে পারে সস্তার টিকিট।
কলকাতা থেকে দিল্লি, মুম্বাই থেকে বেঙ্গালুরু সস্তার টিকিটের যাত্রীদের নিয়ে নিত্যদিন উড়ছে ইন্ডিগো, স্পাইস। কিন্তু এত দিন সে-ভাবে 'রেড আই' চালু ছিল না। ইন্ডিগো, জেট বিক্ষিপ্ত ভাবে কিছু রুটে রাতের উড়ান চালায়।
এবার রীতিমতো ঘোষণা করে 'রেড আই' ব্যবস্থা চালু করছে স্পাইসজেট। শুরু হচ্ছে দিল্লি-বেঙ্গালুরু উড়ান দিয়ে। ওই সংস্থার জেনারেল ম্যানেজার অজয় জসরা জানান, নভেম্বরে শুরু হবে এই উড়ান। দিল্লি থেকে ছাড়বে রাত ১টায়। বেঙ্গালুরু থেকে ছাড়বে রাত ১২টা ১০ মিনিটে। মাঝরাতে গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা। সোম, বৃহস্পতি, শনি ও রবিবার এই উড়ান চলবে। এক পিঠের ভাড়া ধরা হয়েছে ৩৮৯৯ টাকা। অজয় বললেন, ''এই ব্যবস্থায় প্রধানত ব্যবসায়ীদের সুবিধা হবে। সারা দিনের কাজ সেরে আরাম করে রাতের উড়ান ধরতে পারবেন তাঁরা। গন্তব্যে পৌঁছে বাড়ি ফেরার পথেও যানজটে পড়তে হবে না।''
ইউরোপ-আমেরিকায় ছোট ছোট রুটে এ ভাবে রাতের উড়ান চালিয়ে সফল হয়েছে বহু সংস্থা। স্পাইসজেট সেই পথেই হাঁটতে চাইছে। অজয় জানান, আগামী দু'মাসের মধ্যে এই ধরনের ছ'টি রেড আই উড়ান নামানোর পরিকল্পনা করেছেন তাঁরা। তালিকায় রয়েছে কলকাতাও। কিন্তু সব উড়ানে সব সময়েই কি সস্তার টিকিট পাওয়া যাবে? ইদানীং সস্তার বিমান সংস্থাগুলিও শেষ মূহূর্তে টিকিটে প্রচুর টাকা চেয়ে বসে। এই প্রশ্ন উঠছে সেই জন্যই। অজয় বলেন, ''মাঝরাতের এই উড়ানেও ভাড়ার বিভিন্ন ধাপ থাকবে। তবে দিন বা সন্ধ্যার উড়ানের তুলনায় তাতে অবশ্যই সস্তায় টিকিট পাওয়া যাবে।''
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৫/ এস আহমেদ