ব্যস্ত বিমানবন্দরে সবাই যে যার মতো ছুটছে। কেউ বসে ফ্লাইটের অপেক্ষায়। হঠাৎ করেই বিমানবন্দরের টেলিভিশন স্ক্রিনে ভেসে উঠল অশ্লীল ছবি। আর তা দেখে অস্বস্তিতে পড়লেন পরিজন নিয়ে আসা যাত্রীরা। সেই পরিস্থিতির ভিডিও তুলে ইউটিউবে পোস্ট করলেন তাদেরই একজন।
পর্তুগালের ব্যস্ত লিসবন বিমানবন্দরের লাউঞ্জে বসে মাঝ রাতে মহা বিড়ম্বনায় পড়লেন অপেক্ষমাণ যাত্রীরা। ব্যাগেজ ক্যারাউজালে থাকা একটি টিভি স্ক্রিন, যেখানে বিমান চলাচলের খুঁটিনাটি তথ্য সরবরাহ করা হয়, সেখানে আচমকা শুরু হয়ে গেল পর্নোগ্রাফি প্রদর্শনী। অস্বস্তিকর পরিস্থিতি বহাল থাকল বেশ কয়েক মিনিট। এরপর এক বিমানবন্দর কর্মীর নজরে বিষয়টি পড়ায় হইচই শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হল টিভি সেটটি।
এদিকে গোটা ঘটনা নিজের স্মার্টফোন ক্যামেরায় রেকর্ড করে রেখেছিলেন এক যাত্রী। তিনিই ইউটিউবে বিমানবন্দরের ঘটনার ক্লিপিংস পোস্ট করে দেন। কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। তাতে দেখা গেছে, অপেক্ষমান যাত্রীদের অনেকেই আড়ষ্ট ভাব কাটাতে একে অন্যের দিকে তাকিয়ে হাসাহাসি করছেন।
কিন্তু কীভাবে ঘটলো এমন ঘটনা?
লিসবন বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, টেলিভিশন সেটটি এক পর্তুগিজ বিনোদন চ্যানেলের সঙ্গে টিউনড হয়ে যাওয়াতেই বিপত্তি ঘটে। ইয়াহু নিউজকে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানান, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হয়। এই বিষয়ে কোনও অভিযোগ জমা পড়েনি।' তবে তিনি কথা দিয়েছেন, ভবিষ্যতে এমন ভুল এড়াতে সতর্ক হবে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৫/ এস আহমেদ