নিয়ম ভাঙাটাই যেন আজকাল নিয়মে পরিণত হয়েছে। বিশেষ করে তৃতীয় বিশ্বে বাধ্য না করলে কেউই যেন নিয়ম মানতে চায় না। নিয়ম ভাঙ্গতে যারা অভ্যস্ত তাদেরকে লজ্জা দিতেই বুঝি দারুন এক কাণ্ড ঘটাল একটি কুকুর। ট্রাফিক সিগনাল মেনে বুঝিয়ে দিল অনেক মানুষের চেয়ে কুকুরের কান্ডজ্ঞান অনেক বেশি।
আর তার সেই মহৎ ও অনুকরণ যোগ্য কাজটি ধরা পেড়েছে একটি সিসিটিভি ক্যামেরায়। রাস্তার সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, দুই নারী ট্রাফিক সিগনাল লাল থাকাকালীনই দৌঁড়ে রাস্তা পার হলেন। তাদের পিছনে ছিল রাস্তার এক নেড়ি কুকুর। তারা নিয়ম ভাঙলেও, কুকুরটি নিজের জায়গাতেই বসে ছিল। অপেক্ষা করছিল সবুজ সংকেতের। সিগনাল বাতিতে সবুজ আলো জ্বলতেই কুকুরটা জেব্রা ক্রসিং দিয়ে পেরিয়ে গেল রাস্তা। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই এটি ভাইরাল হয়ে যায়।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/ এস আহমেদ
ভিডিও: