নিজে ক্যান্সার আক্রান্ত, তাই কোন মেয়েকে বিয়ে করে তাকে পৃথিবীতে একা রেখে যেতে চান না তিনি। তবে বিয়েটা না করলে যে জীবনের একটা অংশ অপূর্ণ রয়ে গেল। নানা ভাবনা-চিন্তার পর নিজেই বের করলেন সমাধান। বিয়ে করলেন একটি পুতুলকে। ঘটনাটি চীনের বেইজিংয়ে।
রাবারের তৈরি পুতুলটিকে সাজানো হয় হুবহু কনের বেশে। পুতুলটি তৈরি রবার দিয়ে। যা কখনই ভেঙে যাবে না বা নষ্ট হবে না। জীবন্ত মেয়ের মতোই দেখতে পুতুলটিকে। তাকে কনের মতো সাজিয়ে বিয়ে করলেন ২৮ বছর বয়সী ওই বেইজিং পুরুষটি। বিবাহ সম্পন্ন হওয়ার পর তার সঙ্গে ফটোও তুললেন তিনি। নিজের বউয়ের মতোই আচরণ করলেন পুতুলের সঙ্গে।
নিজে ক্যানসারের মতো মারণ রোগে ভুগছেন। তাই নষ্ট করতে চাননি কারোর জীবন। আর হয়ত কয়েক দিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন তিনি। তাই কোনও জীবন্ত মেয়ে বিয়ে না করে পুতুলকেই বিয়ে করে নিলেন। বিয়ের সমস্ত প্রথাও ঠিক মতোই পালন করলেন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রীতিমত হৈ চৈ পড়ে যায় চীন জুড়ে। সংবেদনশীল মানুষরা দলে দলে এসে শুভেচ্ছা জানায় 'নবদম্পতিকে'।
বিডি-প্রতিদিন/০৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ