২০০৩ সালের কথা। আর্জেন্টিনার চানার নামের অখ্যাত গ্রামে মৃত্যু হয় ৬ বছরের একটি মেয়ের। তার মৃত্যুতে শোকে ডুবে গিয়েছিল গোটা গ্রাম। চোখের পানিতে শোক মিছিল করে শিশুটিকে কবর দিয়েছিল গ্রামবাসী। কবরের উপর রেখে দিয়েছিল মেয়েটির প্রিয় পুতুলটি।
এরপর কয়েক বছর পার হয়ে গেল। সময়ের সাথে সাথে মেয়েটির স্মৃতিও ঝাপসা হয়ে এলো। একরাতে কান্নার আওয়াজে গ্রামবাসী জেগে উঠলো। কিছুক্ষণ শোনার পর বোঝা গেল মেয়েটার কবরের পাশ থেকেই আসছে কান্নার শব্দ। সবাই ছুটে গেল সেখানে। কিন্তু কবরের কাছাকাছি কাউকে দেখা গেল না। গ্রামের একজন জায়গাটার ছবি তুলে নেন। পরে সেই ছবি খুঁটিয়ে দেখা যায় কবরের উপর রাখা সেই ছোট্ট মেয়েটির প্রিয় পুতুলের চোখে পানি। তাহলে কী পুতুলটিই কান্না করছিল? হ্যালোইন ডে-তে ভূত ভূত আবহে সবাই ওটা পুতুলের কান্না বলেই বিশ্বাস করে নেন। তবে বিশেষজ্ঞরা এই বিশ্বাস উড়িয়ে দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৯ নভেম্বর, ২০১৫/ রশিদা