মেক্সিকোর একটি পাঁচ তারকা হোটেলে ছুটি আসাতে এসেছিলেন কানাডার এক দম্পতি। শুধু ছুটি বললে ভুল হবে, মেয়ের বিয়ে উপলক্ষ্যেও তারা মেক্সিকো এসেছেন। মেক্সিকোর প্লেআকা প্যালেস হোটেলে উঠেছিলেন তারা। অবকাশযাপন বেশ ভালোই যাচ্ছিল তাদের। কিন্তু কোনো একদিনের সুখের মুহূর্ত যে তাদের মৃত্যু ডেকে আনবে তা কি তাদের ভাবনায় ছিল। হোটেলের বাথটাবেই একদিন তারা যৌনসম্পর্কে যান। আর খোশমেজাজের চেহারার বদলে সেখান থেকে বের হলে তাদের লাশ!
নিহত ওই দম্পতি হলেন চার্লস ম্যাকেঞ্জি (৬৭) ও স্ত্রী ডোরোথি (৬৩)। তবে কর্তৃপক্ষ বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চার্লস। আর তার স্ত্রী ডোরোথি মারা যান বাথটাবে ডুবে শ্বাস বন্ধ হয়ে। মঙ্গলবার তাদের লাশ উদ্ধার করা হয়। আর গতকাল ১২ নভেম্বর তাদের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। তবে কেউ তাদেরকে খুন করলো কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন ওই দম্পতির এক আত্মীয়। খবর মেইল অনলাইনের
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৫/শরীফ