হীরা মন ভোলানো। হীরক রাজা মানে প্রভাব, প্রতিপত্তি আর ঐশ্বর্য। অবশেষে দুনিয়ার সব থেকে মূল্যবান হীরাটি বিক্রি হল। ভাবছেন কত দামে? ৪৮.৪ মিলিয়ন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৩৮৭ কোটি ২ লাখ টাকা। নাম 'দ্য ব্লু মুন ডায়মন্ড'। এটা ১২.০৩ ক্যারটের।
হীরা বিশেষজ্ঞ ডেভিড বেনেট বলেছেন, 'প্রতি ক্যারট অনুযায়ী এটাই পৃথিবীর সবথেকে দামি হীরা।' সম্প্রতি এই হীরার নিলামটি হয়েছে সুইজারল্যান্ডের জেনেভায়। আর নতুন ক্রেতা অথবা হীরার মালিক, কেনার পরই হীরাটার নতুন নাম দিয়েছেন। জানেন কী সেটা? 'ব্লু মুন অফ যোশেফিন'।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কে এই যোশেফিন? এই হীরা যিনি কিনেছেন, সেই হংকংয়ের বাসিন্দা যোশেফ লাউয়ের সাত বছরের মেয়ে।
যোশেফ লাউ এরকম হীরা মাঝে মাঝেই কেনেন। শুধু তাই নন, তিনি মূল্যবান ওয়াইনও নিজের সংরক্ষণে রাখেন। ফোর্বসের বিচারে তিনি বিশ্বের ১৪ নম্বর ধনী।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৫/মাহবুব