নিজের ৮ সন্তানকে খুন করে কাঠগড়ায় মা! অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জার্মানির বার্লিনে ব্যাভারিয়ান শহরের ওয়ালেনফলসে৷
পুলিশ সূত্রে জানা গেছে, ৪৫ বছর বয়সি ওই নারীকে কাছাকাছি একটি শহর থেকে গ্রেফতার করে পুলিশ। থানায় এসে খুনের কথা নিজের মুখে স্বীকার করেছেন তিনি। তবে কী কারণে তিনি খুনগুলো করেছিলেন তা পুলিশকে জানাননি।
ওই নারীর সঙ্গে একজন ৫৫ বছর বয়সী পুরুষ থাকতেন। ওই পুরুষটিকে গ্রেফতার করেনি পুলিশ। তবে এখন পর্যন্ত তোয়ালে দিয়ে জড়িয়ে প্লাস্টিকের ব্যাগে ঢোকানো অবস্থায় যে কয়টি শিশুর মৃতদেহ পাওয়া গেছে তাদের বাবাদের সনাক্ত করা যায়নি। তবে ঘটনা উদঘাটনের লক্ষ্যে তদন্তে নেমেছে পুলিশ। বাচ্চাগুলোর বাবা একই ব্যক্তি কিনা সেই প্রশ্নও পুলিশের তদন্ত এজেন্ডায় রয়েছে। এছাড়া ওই নারী মানসিকভাবে সুস্থ কিনা সেটাও পরীক্ষা-নীরিক্ষা চলছে।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ