চিতাবাঘ আতঙ্ক ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ি শহরে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ দেখা গেল জেলা পাঠাগার চত্বর থেকে বেরিয়ে দ্রুত রাস্তা পার হচ্ছে একটি চিতাবাঘ। প্রথমে প্রাণীটিকে চিনতে সমস্যা হয় পথচারীদের। তবে আবছা আলোয় প্রাণীটির গায়ে হলুদ কালো ছোপ দেখতে পান তারা। তখনই তারা নিশ্চিত হন শহরে হানা দিয়েছে চিতাবাঘ।
রাস্তা পেরিয়ে উল্টোদিকের একটি ঝোপের আড়ালে হারিয়ে যায় চিতাবাঘটি। মুহূর্তের মধ্যে সাড়া পড়ে যায় চারদিকে। তবে ওই একবারই দেখা গেছে চিতাবাঘটিকে। এরপর আর দেখা যায়নি। বন কর্মকর্তা জানেয়েছেন, এলাকা পরীক্ষা করে দেখবেন বনকর্মীরা। ওই এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ রয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখা হবে।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর, ২০১৫/ রশিদা