ফুটবল মাঠে সেরার দৌড়ে তারা একে অন্যের চিরপ্রতিদ্বন্দ্বী। শেষ পর্যন্ত বিড়ির ব্যবসায় বিশ্বখ্যাত ফুটবলার মেসি-রোনালদো! না, তারা নিজেরা বিড়ি নিয়ে বাজারে নামেননি। তবে তাদের নামে ভারতে দেদারসে বিক্রি হচ্ছে বিড়ি। নাম দেখে ক্রেতারাও কিনছেন নাকি হুড়মুড়িয়ে।
বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদের জলঙ্গিতে দেদারছে বিক্রি হচ্ছে রোনাল্ডো বিড়ি ও মেসি বিড়ি। আর মাঠে যেমন মেসি ও রোনালদের মধ্যে সেরা হওয়ার প্রতিযোগিতা চলে, মুর্শিদাবাদেও এ বিড়ি দুটো একে অন্যের অন্যতম প্রতিদ্বন্দ্বী। বিশ্বকাপ কিংবা অন্য কোনো আসরে যখন কোনো খেলোয়াড় ভাল খেলেন, মুর্শিদাবাদে তখন তার নামেই বিড়ি বের করা হয়। চলেও বেশ।
যদিও অনুমতি না নিয়ে তারকার নাম ব্যবহার করা আইনত দণ্ডণীয়। কিন্তু মেসি-রোনালদোর কি আর দায় পড়েছে যে সাত-সমুদ্র পাড়ি দিয়ে এসে তাদের নামে কে বিড়ি বিক্রি করছে তাদের বিরুদ্ধে মামলা ঠুকবেন। এসব বিষয়ে হয়ত তারা খোঁজও রাখেন না।
শুধু ফুটবলার নয়, ক্রিকেটার, হিট সিনেমা এমনকি নায়ক-নায়িকার নামেও নাকি তৈরি হয় বিড়ি।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ