গানে আছে 'প্রেমের মড়া জলে ডোবে না'। ভালবাসলে মানুষ কী না করতে পারে। গল্পে বা বাস্তবে ঢের ঢের উদাহরণ আমরা দেখেছি। মৃত্যুর পরও এক সঙ্গে থাকার প্রতিশ্রুতি। আর সেই প্রতিশ্রুতি রাখতেই মৃত প্রেমিকার চিতা ভস্মকে বিয়ে করলেন তাইওয়ানের যুবক।
প্রেমিকার হঠাৎ মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন সিঞ্চু গ্রামের বাসিন্দা লাই। সিদ্ধান্ত নেন প্রেমিকার চিতা ভস্মকেই বিয়ে করবেন তিনি। রীতিমত রেওয়াজ মেনে সেটাই করে ফেললেন লাই। চিতাভস্মের ঘটিকে সাজানো হল কনের সাজে। নিমন্ত্রিতরা এসে হাসি মুখে শুভেচ্ছা জানানোর বদলে লাইয়ের চোখের জল মুছিয়ে দিয়ে গেলেন। বিয়ের পর নিয়ম মেনে 'নতুন বউ' নিয়ে গেলেন ঘরে। প্রকাশ হয়েছে সেই বিয়ের ভিডিও।
ভিডিও:
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/এস আহমেদ