পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার দুবাইযের বুর্জ খলিফাকে ছাপিয়ে এবার সৌদি আরবের জেদ্দায় তৈরি হচ্ছে ১৭০ তলা গগণচুম্বি অট্টালিকা। ইতিমধ্যে দেশটির এক ইঞ্জিনিয়ার এই বিল্ডিংয়ের নকশা জমা দিয়েছেন। দুই লক্ষ কোটি ইউরো খরচে দেশটির রেড সি সিটি শহরে এই বিল্ডিংয়ের নাম হতে চলেছে জেদ্দা টাওয়ার।
সৌদি আরবের রাজপরিবার এই বিল্ডিং তৈরির জন্য চুক্তিও সেরে ফেলেছেন। মোট এক কিলোমিটার বা ৩ হাজার ৩০০ ফুট জায়গা জুড়ে তৈরি হবে এই ১৭০ তলা টাওয়ার।
অন্যদিকে, বর্তমানে বিশ্বের সবচেয়ে উচু টাওয়ার বুর্জ খলিফা ১৬৩তলা। এটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ সালে এবং শেষ হয় ২০০৯ সালে। বুর্জ খলিফা তৈরিতে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছিল। এই টাওয়ারে ১,০৪৪টি অ্যাপার্টমেন্ট আছে। ১৫৮ তলায় আছে একটি মসজিদ। ৪৩তম এবং ৭৬তম তলায় আছে দুটি সুইমিং পুল। আরো আছে ১৬০ কক্ষবিশিষ্ট একটি হোটেল।
সূত্র: ২৪ঘণ্টা
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব