প্রচলিত আছে, কেউ যদি মানসিক চাপ থাকে বা অসুখী হয় তাহলে তাদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তবে এসব মানুষের জন্য সুখবর নিয়ে এসেছে একটি গবেষণা। এতে দেখা গেছে, যারা অসুখী বা বিভিন্ন কারণে মানসিক চাপে থাকেন তাদের হার্ট অ্যাটাক বা অকালমৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার একদল গবেষক গবেষণাটি করেছেন। এতে তাদের দাবি ১২ বছর ধরে এক যৌথ গবেষণায় তারা অসুখী হওয়া কিংবা মানসিক চাপের সঙ্গে অকালমৃত্যু বা হার্ট অ্যাটাকের কোনো সম্পর্ক খুঁজে পাননি। এতে উভয় দেশের ১০ লাখ নারীর মতামত নেওয়া হয় যাদের গড় বয়স বর্তমানে ৫৯। বিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেটে সম্প্রতি গবেষণার ফল প্রকাশিত হয়েছে।
গবেষণায় যুক্ত যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দাবি করেন, অতীতের গবেষণাগুলোতে অসুখী হওয়ার সঙ্গে মৃত্যুর সম্পর্কের মধ্যে বিভ্রান্তি কাজ করেছে। তাদের মতে, মানসিক চাপ ও অসুখী হওয়া মানুষের আয়ুর ওপর কোনো প্রভাব ফেলে না। গবেষণায় যুক্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির বিজ্ঞানী ড. বিতে লিউ বলেন, ‘অসুস্থতা আপনাকে অসুখী করতে পারে। কিন্তু অসুখী হলেই আপনি অসুস্থ হতে পারেন না।'
গবেষকদের মতে, অসুখী হওয়ার কারণে কেউ যদি ধূমপান কিংবা অতিরিক্ত মদ পান করে (অ্যালকোহল গ্রহণ), সেটি আলাদা বিষয়।
তবে গবেষণাটির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানী ড. লিডিয়া পুল। তিনি বলেন, 'গবেষণাটি খুবই সুনির্দিষ্ট একদল মানুষের ওপর করা হয়েছে। নতুন গবেষকরা মধ্যবয়স্ক নারীর ওপর গবেষণা চালিয়ে কিভাবে সিদ্ধান্তে পৌঁছলেন, তা পরিষ্কার নয়। অথচ এ গবেষণায় মানসিক চাপজনিত ‘কর্টিসল স্ট্রেস হরমোন’ বা অন্য জীবতাত্ত্বিক কারণগুলো হিসাবে নেওয়া হয়নি। সূত্র : বিবিসি, মেইল অনলাইন।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৫/শরীফ