সেলফি উত্তেজনা এখন কমবেশি সবার মধ্যেই লক্ষ্য করা যায়। হাতে একখান স্মার্টফোন থাকলে সেলফি তোলা থেকে কেইবা বিরত থাকতে চায়! শুধু নিজের ছবি নয়, সবাই অবার সেলিব্রেটিদের সঙ্গে সেলফি তুলতে চায়। তাই বলে তাদের সঙ্গে সেলফি তুলতে টাকা লাগবে! ভারতের মধ্যপ্রদেশের খাদ্য ও বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ'র সঙ্গে সেলফি তুলতে অর্থ খরচ করা লাগবে। ১০ টাকা খরচ করেই যে কেউ তার সঙ্গে সেলফি তুলতে পারছে। অবশ্য এ টাকা তিনি নিজের পকেটে পুরেন না।
বিট্রেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে হাত মেলাতে হলে এক লাখ টাকা লাগে। অবশ্য সেই টাকা খরচ হয় জনকল্যাণে। ব্রিটেনের রাণীর এমন উদ্যোগ দেখেই মি. বিজয় শাহ অনুপ্রাণিত হয়েছেন বলে জানিয়েছেন। বিজয় শাহ বলেন, 'আমার বাবা দেবী সিং আগে খান্ডওয়া জেলার শাসক ছিলেন। তার নামে একটি দাতব্য প্রতিষ্ঠান আছে। সেলফি বাবদ যে টাকা পাওয়া যাবে তা গরীবদের উন্নয়নে কাজে লাগাবো। মন্ত্রীজি আরো বলেন, 'বছরখানেক আগে ব্রিটেনে যখন গিয়েছিলাম তখন রাণীর সঙ্গে হাত মেলানোর জন্য এক লাখ টাকা দিতে হয়েছিল। পরে জেনেছি যে ওই টাকা গরীবদের উন্নয়নের কাজে খরচ হয়।'
এদিকে, বিজয় শাহ'র ব্যতিক্রমী উদ্যোগের পক্ষে-বিপক্ষে মতামত পাওয়া গেছে। কারো কারো মত, ক্ষমতার বলে অন্ধ হয়ে গেছেন তিনি।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৫/শরীফ