বর্তমানে তারকা এবং ফ্যাশনপ্রিয় তরুণদের কাছে ট্যাটু বেশ জনপ্রিয়। কিন্তু সেই ট্যাটু যদি কেউ শূন্যে ভাসতে ভাসতে আঁকেন তাহলে চমকে উঠতেই হয়। আর এই চমকপ্রদ ঘটনাটি ঘটিয়েছেন ট্যাটু-শিল্পী শ্যানন ক্লেইডন। তিনি স্কাই-ডাইভিং করতে করতে আঁকলেন ট্যাটু।
শিল্পী শ্যানন ক্লেইডন মাটি থেকে ১০ হাজার ফুটেরও বেশি উঁচু থেকে ঘণ্টায় ১২০ মাইল গতিতে নিচে পড়তে পড়তে আরেক স্কাইড্রাইভারের হাতে লিখলেন, AHHH।
পোর্টেবল ট্যাটু-গান হাতে শ্যানন মাত্র ৩০ সেকেন্ডেই শেষ করেছেন ট্যাটু। মাটিতে নামার পর শিল্পী বললেন, শূন্যে আঁকাআঁকির সময় একমাত্র সমস্যা ছিল বাতাস। কিন্তু যার হাতে এঁকেছি, তিনি ছিলেন একেবারে স্থির। হাতটা আমি বাতাস থেকে আড়াল করতে পেরেছিলাম।
বিডি-প্রতিদিন/ ১৪ ডিসেম্বর, ২০১৫/ রশিদা