মানুষ সাধারণত শখের বশে নিজেদের প্রিয় মুহূর্তের স্মৃতিগুলো ধরে রাখতে ছবি তুলে থাকে। তাই বলে এবার ছবি তোলার কাজে কাঠবিড়ালি! সম্প্রতি পশ্চিম রাশিয়ার ভরনেঝ অঞ্চলে এমনই অদ্ভূত এক ঘটনা ঘটেছে। সেখানে ডিজিটাল ক্যামেরায় ছবি তুলতে দেখা গেছে একটি কাঠবিড়ালিকে।
একটি বনের মধ্যে ক্যামেরা স্ট্যান্ড করা অবস্থায় পাওয়ার পর সেটি দিয়ে তার পাখি বন্ধুদের ছবি ধারণের চেষ্টা করছে কাঠবিড়ালিটি। অবশ্য কাঠবিড়ালিকে ছবি তোলার কাজে সহায়তা করেছেন রাশিয়ান ফটোগ্রাফার ভাদিম ত্রুনভ। একটি স্ট্যান্ডে ক্যামেরা সেট করে আশপাশের প্রাণিদের অবস্থা দেখার জন্য দূরে অবস্থান করছিলেন তিনি। অার তখনই ছবি তোলার কাজে ব্যস্ত ছিল কাঠবিড়ালিটি।
উল্লেখ্য, প্রথম ডিজিটাল ক্যামেরার উদ্ভাবন হয় ১৯৭৫ সালে। এটি উদ্ভাবন করেন কোডাকের স্টিভেন স্যাসোন। এর ফলে দীর্ঘ ৭৫ বছরের রাজত্ব হারায় অ্যানালগ ক্যামেরা।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ