ভারতের রাজধানী দিল্লিতে পরিবেশ দূষণ কমাতে একেক দিন একেক নম্বরের গাড়ি চালানোর নিয়মের পর এবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের নির্দেশানুযায়ী আগামী ১ থেকে ১৫ জানুয়ারি শহরটির সব স্কুল বন্ধ থাকবে। খবর এনডিটিভির।
পরিবেশ দূষণ কমাতে স্কুল কেন বন্ধ রাখতে হবে? হ্যাঁ, এর পেছনে কারণ রয়েছে। তা হল প্রাইভেট কার কমানোর কারণে রাস্তায় গণপরিবহন সঙ্কট দেখা দেবে। তখন স্কুলবাসগুলোকেই গণপরিবহন হিসেবে ১৫ দিন রাজপথে চালানো হবে। তবে এটা অবশ্য পরীক্ষামূলক একটা সাময়িক ব্যবস্থা।
দিল্লির ডিরেক্টর অব এডুকেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ''কিছুদিনের জন্য শিশুদের দূষণ থেকে মুক্তি ও গণপরিবহনের সংখ্যা বাড়াতে 'অড ইভেন স্কিম' হাতে নেওয়া হয়েছে। ১ থেকে ১৫ জানুয়ারি সব স্কুল ছুটি ও বাসগুলো গণপরিবহন হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার।''
সরকারি এ সিদ্ধান্তের পরই দিল্লির শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব সরকারি ও বেসরকারি স্কুলকে ১৫ দিনের জন্য ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ