স্বর্ণের গহনা, সিল্কের শাড়ি, কড়কড়ে নোট, মদ পুরনো। ভোট কিনতে জনগণকে নেতাদের ঘুষ দেওয়ার ঘটনা নতুন নয়। এর অংশ হিসেবে এবার হাতঘড়ি, আইফোন সিক্স, অ্যাপেল ট্যাবলেট। হ্যাঁ, ভারতের কর্নাটকে বিধানসভা নির্বাচনে ভোটে জিততে নেতারা দেদার বিলি করছেন লাখ টাকার সুইস ঘড়ি, আইফোন, ল্যাপটপসহ অারও অনেক কিছু।
আগামী ২৭ ডিসেম্বর কর্নাটকে ২৫টি আসনে বিধানসভা নির্বাচন। ভোট হবে কর্নাটকের ধারওয়াড়, বাগালকোট ও বিজয়পুরায়। এই স্থানীয় ভোটে জিততে ঘড়ি, আইফোন সিক্স, ল্যাপটপ, ট্যাবলেট দেদার বিলি করা শুরু করেছেন নেতারা। এক প্রার্থী তো এই সব দেওয়ার পাশাপাশি নগদ ৩০ হাজার টাকা করেও দিচ্ছেন ভোটারদের। প্রসঙ্গত, সবচেয়ে কম দামের ওই সুইস ঘড়ির দাম ২০ হাজার রুপি।
বেঙ্গালুরুতে এক প্রার্থী নগদ টাকার সঙ্গে দিচ্ছেন ১২ বছরের পুরনো জনি ওয়াকার ব্ল্যাক লেভেল স্কচ ও সঙ্গে আইফোন ফাইভ। নেতারা একসঙ্গে অনেক সুইস ঘড়ি বা আইফোন কিনে নিচ্ছেন। তারপর বিলি করা শুরু করে দিচ্ছেন। ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব