শুনলে মনে হতে পারে বানোয়াট। কিন্তু একেবারে হাতে 'গরম' প্রমাণ রয়েছে যে! তর্ক করা যাবে না। এই ব্যক্তি, যাঁকে আড়ালে অনেকেই উন্মাদ বলছেন, সেই জর্জ কুরোনিস এমন কাণ্ডই ঘটিয়ে ফেলেছেন। আগ্নেয়গিরির সামনে পৌঁছে গেছেন গিটার হাতে। তার পরেই সেলফি।
লাইফটাইম এক্সপেরিয়েন্স করতে চেয়েছিলেন। একেবারে কাছ থেকে দেখতে চেয়েছিলেন আগ্নেয়গিরি কেমন। উৎসের ধার থেকে প্রায় ৪০০ মিটার নেমে আগ্নেয়গিরির একেবারে কাছে চলে গিয়েছিলেন জর্জ কুরোনিস। আর সেখানে দাঁড়িয়ে তুললেন সেলফি। ব্যাকগ্রাউন্ড? টগবগ করে ফুটতে থাকা সিঁদুরে লাভা। গায়ে ছিল তাপ প্রতিরোধক পোশাক।
পেশায় জর্জ 'স্ট্রর্ম চেজার'। অর্থাৎ, ঝড়কে ধাওয়া করে বেড়ান। দীর্ঘদিন ধরেই আগ্নেয়গিরির আকর্ষণ তাড়া করে বেড়াচ্ছিল তাকে। সহ-অভিযাত্রী এবং ক্যামেরাম্যান স্যাম কসম্যানকে নিয়ে বেরিয়ে পড়েন। সাউথ প্যাসিফিকের ভানাউতু দ্বীপপুঞ্জে একটি জীবন্ত আগ্নেয়গিরির সামনে উপস্থিত হন দু'জন। জর্জ এত কাছে চলে গিয়েছিলেন যে, তাঁর বিশেষ ভলক্যানো স্যুটে এসে লাভা ছিটকে লাগে।
কুরোনিস বলেছেন, ''লাভার ঝরনার পাশে আমাকে একটা রুপোলি বিন্দুর মতো দেখাচ্ছে। ভয় করছিল, যদি কিছু হয়ে যায়!''
ভিডিওতে দেখুন:
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ