জার্মানিতে কনডম লুট করতে গিয়ে প্রাণ গেল এক যুবকের। রাস্তার পাশে কনডম ভেন্ডিং মেশিনে বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির চেষ্টা করেছিল ২৯ বছর বয়সী ওই যুবক। কিন্তু বিস্ফোরণে নিজেরই প্রাণ যায়। সোমবার নেদারল্যান্ড সীমান্তবর্তী সুখেইপিঙ্গেন শহরে এ ঘটনা ঘটে।
জার্মানির রাস্তারে পাশে স্থাপিত ভেন্ডিংমেশিন থেকে অর্থের বিনিময়ে কনডম কিনতে পারেন ক্রেতারা।
এনবিসি নিউজ জানিয়েছে, ওই জার্মান তরুণ তার দুই সহযোগীকে নিয়ে ডাকাতির জন্য একটি কনডম ভেন্ডিং মেশিনে ঘরে তৈরি বোমা সংযুক্ত করেন। এসময় দুই সহযোগী দৌড়ে তাদের গাড়িতে আশ্রয় নেন। তবে নিহত ব্যক্তি গাড়ির দরজা পর্যন্ত আসার আগেই বোমাটির বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে উড়ে আসা একটি স্টিলের টুকরো তার মাথায় আঘাত করে। পরে তাকে সহযোগীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, হাসপাতালে আসার পর নিহত ব্যক্তির সহযোগীরা দাবি করেন, সিঁড়ি থেকে পড়ে গিয়ে তাদের সঙ্গী আহত হয়েছেন। তবে তাদের বক্তব্য সন্দেহজনক হলে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে জিজ্ঞাসাবাদে তারা ভেন্ডিং মেশিন লুট চেষ্টার ঘটনা স্বীকার করেন। ওই মেশিন থেকে কোনো কনডম কিংবা অর্থ খোয়া যায়নি বলে পুলিশ নিশ্চিত করেছে।
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ