পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হবার দেড় ঘন্টা পর পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এসএমএস পাঠালো নির্বাচন কমিশন (ইসি)!
বুধবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। এর দেড় ঘন্টা পর বিকাল ৫ টা ৩২ মিনিটে আর আফরোজ নামের এক নারীর মোবাইলে ইসির একটি এসএমএস আসে। সেখানে ইংরেজি হরফে লেখা 'Vote apner odhikar, apner pochhonder prarthike vote din-ECB'।
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ