এদিনা ও ডেভিড নিলান নামে ব্রিটেনের লেচেস্টের এক দম্পতি 'লত্তো' নামে একটি লটারি প্রোগ্রামের জন্য অনলাইনে টিকিট কিনেছিলেন। যথাসময়ে ৩৫ মিলিয়ন পাউন্ডের ওই লটারির ড্র অনুষ্ঠিত হলো। এতে তাদের টিকেটে থাকা ছ'টি ডিজিট উঠে অাসে। অর্থাৎ এক কথায় বলতে গেলে তারা লটারিটি জিতে নেয়! কিন্তু আসলে তাদের ভাগ্যে লটারির উক্ত অর্থ জোটেনি। কারণ অনলাইনে লটারি কেনার জন্য যে পরিমাণ অর্থ থাকা দরকার ছিল তা তাদের অ্যাকাউন্টে ছিল না। লত্তো লটারির অপারেটর কামেলট জানায় যে তাদের অ্যাকাউন্টে মাত্র ৬০ পেন্স ছিল। বেচারা দম্পতি! খবর দ্য ইন্ডিপেডেন্টর
বিডি-প্রতিদিন/৩ জানুয়ারি ২০১৬/শরীফ