একটি ইঁদুরের জন্য যাত্রার আড়াই ঘণ্টা পর ফের বিমানবন্দরে ফিরে এলো এয়ার ইন্ডিয়ার বিমান AI 131। মুম্বাই বিমানবন্দর থেকে টেক অফ করে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। ককপিটে পাইলটদের সঙ্গেই সওয়ার হয়েছিল একটি 'নেংটি' ইঁদুর, দাবি এয়ার ইন্ডিয়ার। আর তাতেই বিমান ফেরানোর সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া কতৃপক্ষ। তাদের বক্তব্য, যাত্রী নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্তটি নিয়েছে এয়ার ইন্ডিয়া।
২৫৬ জন যাত্রী নিয়ে আমেদাবাদ থেকে মুম্বাই হয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল বিমানটি। আড়াই ঘণ্টা পথ পাড়ি দিয়ে ফের ফিরে আসায় যাত্রীরা বেশ নাখোশই হয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা