ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টকে এমন রূপেও দেখা যাবে তা হয়ত কেউ ভাবতেই পারেনি। শোবিজ তারকাদের অহরহই দেখা যায় বিকিনি পোশাকে, তাই বলে প্রেসিডেন্ট! তাও আবার একেবারে মিনি বিকিনি। ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টের সেইসব ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ক্রোয়েশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রেবার কিটারোভিচ। সম্প্রতি তিনি ইন্টারনেটে তোলপাড় ফেলে দিয়েছেন। গত কয়েক দিন ধরে তাঁর ছবি সোশ্যাল দুনিয়ায় ট্রেন্ডিং-এর তালিকায় একেবারে উপরে। বিভিন্ন রঙ্গের বিকিনি পরে সমুদ্রের নীল জলকে পেছনে রেখে তোলা একাধিক ছবি।
এই ছবিগুলি কোথা থেকে তোলা হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনাচক্রে এই ছবির সঙ্গে জড়াচ্ছে ভারতের নামও। বলা হচ্ছে, এই ছবিগুলি ভারতেও তোলা হয়ে থাকতে পারে। অন্য যে দু'টি দেশের নাম ঘোরাফেরা করছে সেগুলি হল কেনিয়া এবং ফিলিপিন্স।
আবার এ-ও বলা হচ্ছে, এক মার্কিন মডেলের সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টকে। অনেকেই বলছেন, এই ছবিগুলি ৩৬ বছর বয়সি মডেল কোকো অস্টিনের।
বিডি-প্রতিদিন/০৪ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ