যোগ্যতার ঘাটতি নেই, তবুও চাকরি পাওয়ার তিরিশ মিনিটের মধ্যেই ছাটাই করা হলো এক তরুণীকে। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে। কিন্তু কেন? আসুন জানি কী ঘটেছিল তরুণী ক্লেয়ার শেফার্ডের সঙ্গে ওই সংস্থার।
ক্লেয়ার শেফার্ড চাকরি পেয়েছিলেন একটি লজিস্টিক্স সংস্থায়। ইন্টারভিউ হয়েছিল ফোনে। আর সেই ইন্টারভিউ এতই ভাল হয়েছিল যে, তখনই জানিয়ে দেওয়া হয়, ''আপনি চাকরি পেয়ে গেছেন। আগামী সপ্তাহেই যোগ দিন।''
এর পরেই চলে আসে ই-মেইল। নিয়োগপত্রের 'শর্তাবলি' অংশে জানিয়ে দেওয়া হয় ড্রেস কোড। আর সেখানেই ঘটে বিপত্তি। সেখানে লেখা ছিল, ''আপনার শরীরে যদি কোনও ট্যাটু থাকে, তা হলে সেগুলি অবশ্যই ঢেকে পোশাক পরতে হবে। না হলে গ্রাহকরা ক্ষুণ্ণ হতে পারেন।''
পাল্টা মেইল পাঠান ক্লেয়ার। বলেন, ''আমার হাতে ট্যাটু রয়েছে। আশা করি, সেটা আমার চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে না।''
সঙ্গে সঙ্গে জবাব আসে, ''দুঃখিত। আপনাকে আমরা নিয়োগ করতে পারলাম না।''
ফেসবুকে ক্লেয়ার লিখেছেন, ''এর আগে আমি ম্যানেজেরিয়াল পদে বিভিন্ন সংস্থায় কাজ করেছি। কিন্তু আমাকে কখনও এই ধরনের সমস্যায় পড়তে হয়নি। এই সংস্থার মনোভাব আমাকে বিস্মিত করল।''
ক্লেয়ারের এই পোস্ট শেয়ার করে হাজারো মানুষ। শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এর পরে সেই সংস্থা থেকে ফের ই-মেইল আসে ক্লেয়ারের কাছে।
তিনি বলেছেন, ''ওঁরা আমাকে জানায় যে, আমার ট্যাটু দেখে পরে ওঁদের আপত্তিজনক বলে মনে হয়নি। ওঁরা আমাকে চাকরি অফার করেছে। কিন্তু আমার মনে হয়, এই পোস্ট যদি এভাবে ভাইরাল না-হত, তা হলে ওঁরা আমাকে ফের অফার দিত না।''
বিডি-প্রতিদিন/০৪ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ