রূপান্তরকামী মাচাদোকে আপাতভাবে পুরুষ বলেই ধরা যায়, তবে তাঁর গর্ভেই বেড়ে উঠছে সন্তান। এই ঘটনা ঘটছে ইকুয়েডরে। এর মাধ্যমে রূপান্তরকামী সম্প্রদায় সম্পর্কে জমে থাকা ভুল ধারণাগুলি ভাঙতে চান মাচাদো আর তাঁর সঙ্গী রডরিগ।
তাঁরা রূপান্তরকামী। না, ইকুয়েডরের ডায়ানে রডরিগ এবং ফারনান্দো মাচাদো-কে রূপান্তরিত বলাটাই সঙ্গত। র়ডরিগ এবং মাচাদো দাম্পত্য সম্পর্কেই আবদ্ধ। সম্প্রতি তাঁরা তাঁদের টুইটারে এমন এক খবর প্রকাশ করেছেন, যা সত্যিই বিস্ময়কর। টুইট-বার্তায় তাঁরা জনিয়েছেন, তাঁরা শিগগির 'বাবা-মা' হতে চলেছেন।
রূপান্তরের আগে ডায়ানের নাম ছিল লুইস, ফারনান্দো পরিচিত ছিলেন মারিয়া হিসেবে। তাঁদের দু'জনেই হরমোন থেরাপি চলছিল। কিন্তু তাঁরা কেউই অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করেননি। তবে হরমোন থেরাপি নিয়ে বদলে ফেলেছেন শরীরের অবয়ব, চেহারা, কণ্ঠ- সব। তাই যদিও মাচাদোকে আপাতভাবে পুরুষ বলেই ধরা যায়, তবে লিঙ্গ পরিবর্তন না করায় তাঁর গর্ভেই বেড়ে উঠছে তাঁদের সন্তান।
রডরিগ ইকুয়েডরের এলজিবিটি আনডোলনের নামকরা অ্যাক্টিভিস্ট। তিনি জানিয়েছেন, রূপান্তরকামী সম্প্রদায় সম্পর্কে ভুল ধারণাগুলি ভাঙার জন্যই তাঁরা সন্তান-ধারণের সিদ্ধান্ত নিয়েছেন। ইকুয়েডরের ইতিহাসে এমন ঘটনা প্রথম। কিন্তু অন্যত্র রূপান্তরকামী ব্যক্তি সন্তান-ধারণ করেছেন, এমন নজির রয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ