তারা বন্ধন ছিন্ন করলেও আংটিটি যেন ছাড়তে চাইলো না তাদের। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর আংটি খুলতে গিয়ে পূর্ব ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের ২৬ বছরের যুবক ফেয়ারহাম পড়লেন মহাবিপদে। সাবান দিয়ে, গ্রিজ দিয়ে চেষ্টা করলেন। কিছুতেই আংটি খুলতে পারছেন না। আংটি থেকে মুক্তি পেতে সবশেষে তিনি দ্বারস্থ হন ফায়ার সার্ভিসের।
এমন অভিনব সমস্যা পেয়ে রীতিমতো ঝাঁপিয়ে পড়েন দমকল কর্মীরা। তাদের চেষ্টায় আংটির বন্ধনকেও ছিন্ন করতে সক্ষম হন ফেয়ারহাম
বিডি-প্রতিদিন/ ০৬ জানুয়ারি, ২০১৬/ রশিদা