জন্ম থেকেই সামনের দুটো পা নেই। পড়ে ছিল রাস্তায় পাশে। সেখান তাকে উদ্ধার করে নিজের বাড়িতে ঠাঁই দেন পশুপ্রেমী এক দম্পতি। মাত্র এক বছর বয়সেই ওই কুকুর এখন পেরুর অন্যতম সেরা ডান্সিং স্টার। ক্যাঙ্গারুর আদলে দিব্বি সে দুপায়ে নেচে বেড়াচ্ছে।
পেশায় অঙ্কের শিক্ষক। আর নেশা নাচ। সময় পেলেই শিক্ষার্থীদের নিয়ে ড্যান্স ফ্লোরে নেমে পড়েন অ্যাটালান্টার জর্জিয়া স্কুলের সহকারি প্রতিষ্ঠাতা রন ক্লার্ক। সম্প্রতি সপ্তম এবং অষ্টম শ্রেণির পড়ুয়াদের নিয়ে নাচের একটি অনুষ্ঠান করেন রন। সেই ভিডিও এখন আমেরিকায় ভাইরাল।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব