মৃত্যুর আগে শেষ ইচ্ছা বিভিন্ন ধরনের হতে পারে। এই যেমন চীনের মিস্টার জিয়াং চেয়েছিলেন, তার শেষকৃত্যে বহু লোক জড়ো হোক। আসলে আজকালতো আর কেউ শেষযাত্রায় যেতে চায় না। জিয়াং তাই চেয়েছিলেন, তার শেষযাত্রায় চোখের পানি না হোক, অন্তত মানুষ যেন থাকে। আর সবচেয়ে সহজে লোক জড়ো করতে আগে থেকে অদ্ভুত এক ব্যবস্থা করে গিয়েছিলেন জিয়াং।
মৃত্যুর আগেই এক সংস্থাকে দায়িত্ব দিয়ে তিনি বলে গিয়েছিলেন যে, তিনি মারা গেলে যেন তার কফিনের পাশে উৎসবের আয়োজন হয়। যে উৎসবে চীনের বিখ্যাত সব গানের তালে নগ্ন হয়ে নাচবেন নর্তকিরা। আর এর জন্য মৃত্যুর বছর দেড়েক আগে মোটা অংকের টাকা খরচ করেন জিয়াং।
যেমন কথা তেমন কাজ। জিয়াংয়ের মৃত্যুর খবর আসতেই প্রস্তুত হয়ে যায় সেই সংস্থা। জিয়াংয়ের কফিনের পাশে শুরু হয়ে যায় নগ্ন নাচ। ঠিক যেমনটা ভাবা গিয়েছিল তাই হল। জিয়াংয়ের কফিনের পাশে জড়ো হয়ে গেল বহু মানুষ।
তবে জিয়াংয়ের এই শেষ ইচ্ছার ফলে নড়েচড়ে বসেছে চীনা প্রশাসন। এসব ঘটনায় আসলে দেশের সংস্কৃতির ক্ষতি হচ্ছে বলে জানাচ্ছে চীনা প্রশাসন। আসলে শেষযাত্রায় নগ্ন নাচের এই ধরনের ঘটনা এর আগেও দুবার ঘটেছে বলে চীনা সরকারের কাছে খবর রয়েছে।
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/০১ আগষ্ট ২০১৬/হিমেল-০৬