গল্পটি অসাধারণ। ভালোবাসার এই গল্পে লুকিয়ে রয়েছে অপেক্ষা, যন্ত্রণা। এই ভালোবাসা এমনই যেখানে কাছে এসেও মেয়েটি চিনতে পারে না তার প্রাণের মানুষটিকে।
ছোট্ট ফুটফুটে একটি মেয়ে রোজ পার্কে খেলতে যায়। কিন্তু তার কোনো খেলার সঙ্গী নেই, কেউ তার সঙ্গে খেলে না। কারণ তার মুখের একদিকে একটি দাগ অাছে আর এ কারণেই তাকে কেউ খেলায় নেয় না। আপনমনে একাই একাই খেলে বাচ্চা মেয়েটি। এরমধ্যেই একদিন একটি ছেলে ওই ছোট্ট মেয়েটির সঙ্গে আলাপ করতে চায়। একটা সফট টয় উপহারও দিতে চায়। কিন্তু সবার চোখে করুণা আর অবেহেলার ছায়া দেখা মেয়েটি নিজেকে গুটিয়ে রাখে। ওই ছেলেটির আগমণের পর থেকেই গল্পটি মোড় নেয় অন্যদিকে। বাকি গল্পটা দেখুন ভিডিওতে...১২ মিনিটের এই ভিডিও দেখলে আপনার মন ভরে উঠবে।
বিডি-প্রতিদিন/ ০১ আগস্ট, ২০১৬/ আফরোজ