২০১৪ সালের লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদির সমর্থনে অর্ধনগ্ন হয়েছিলেন তিনি৷ অনেকরই হয়ত মনে আছে সেই কথা। তিনি মডেল ও অভিনেত্রী মেঘনা প্যাটেল। নরেন্দ্র মোদির ছবি হাতে প্যাটেলের সেই ফটোশুট রীতিমতে হইচই ফেলে দিয়েছিল৷ সেই মেঘনা এবার যোগ দিলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে (এনসিপি)৷
মোদির সমর্থনে অর্ধনগ্ন হয়ে প্রচার মাধ্যমের পাদপ্রদীপে এসেছিলেন তিনি৷ মোদির সমর্থনে দুটি ফটোশুট করেছিলেন গুজরাটের এই মডেল৷ একটি ফটোশুটে তাকে দেখা গিয়েছিল মোদির প্ল্যাকার্ড হাতে নিজের নগ্ন শরীর আবৃত করে রেখেছেন। অপর একটি ফটোশুটে তাকে দেখা গেছে ফুটের পাপড়ি দিয়ে নিজের নগ্ন শরীর ঢাকতে। হাতে মোদির ছবি।
মডেলিংয়ের পাশাপাশি একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করতে দেখা গেছে এ অভিনেত্রীকে। তামিলের হিট ছবি 'নাকা মুকা'তেও দেখা গিয়েছিল মেঘনাকে৷ এবার তিনি যোগ দিলেন এনসিপি-তে৷ জানা গেছে ২০১৭ সালে গুজরাট বিধানসভা ভোটে ভদোদরা আসনে মেঘনাকে টিকিট দিতে চলেছে এনসিপি৷
বিডি-প্রতিদিন/এস আহমেদ